
বরিশাল অফিস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল আদালত কি রায় দেয় তার দিকে কান পেতে থাকুন। ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকর হবে। আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে।
রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে এখন প্রশাসনের কাজ মাঠ গুছানো। ইতিমধ্যেই প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইলেকশন শুধু মাঠ প্রশাসনের উপর নির্ভর করে না। এরমধ্যে ইলকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রখেতে পারবে না।
জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন দল ইতিমধ্যেই নির্বাচনমুখী। ইতিমধ্যেই তারা তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রশাসনের সাথে বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল আদালত কি রায় দেয় তার দিকে কান পেতে থাকুন। ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকর হবে। আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দেশের আইন সৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে।
রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে এখন প্রশাসনের কাজ মাঠ গুছানো। ইতিমধ্যেই প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেবার নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসন মাঠ গুছানোর কাজ করছে। ইলেকশন শুধু মাঠ প্রশাসনের উপর নির্ভর করে না। এরমধ্যে ইলকশন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সবশেষ জনগণ। জনগণ যদি নির্বাচনমুখী হয় সেক্ষেত্রে কেউ তাদের থামিয়ে রখেতে পারবে না।
জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন দল ইতিমধ্যেই নির্বাচনমুখী। ইতিমধ্যেই তারা তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রশাসনের সাথে বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনে ধানের শীষ প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে। জনগণের শক্তি সবসময়ই বড়। ফ্যাসিবাদী হুমকি যতই আসুক, ফ্যাসিবাদী শক্তি রুখতে মাঠে থাকবে জনগণ।
৭ মিনিট আগে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে (৫০) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছোট কাউছার ওরফে পিচ্চি কাউছারের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার।
৯ মিনিট আগে
নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) নিজ নির্বাচনী এলাকায় পথ সভায় বক্তব্য-কালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, গত কয়েক বছরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে মাদক ও জুয়া ভরে গেছে। আমি আমার নির্বাচনী এলাকায় মাদক দেখতে চাই না।
১৭ মিনিট আগে
আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে গোপালগঞ্জ সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি সন্ত্রাস-বিরোধী আইনে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ ও ৭১০ জনকে অজ্ঞাত সহ মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ৬ জনকে গ্রেপ্ত
২৯ মিনিট আগে