আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে: আমান

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে: আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–২ আসনে ধানের শীষ প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিবাদী শক্তি মোকাবেলায় জনগণ সক্রিয় থাকবে। জনগণের শক্তি সবসময়ই বড়। ফ্যাসিবাদী হুমকি যতই আসুক, ফ্যাসিবাদী শক্তি রুখতে মাঠে থাকবে জনগণ।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জে সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন শাট-ডাউন কর্মসূচি কেন্দ্র করে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন এলাকায় বাসে আগুন লাগানো এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তবে ফ্যাসিস্ট হাসিনার এই কথিত কর্মসূচি জনগণ রুখে দেবে। দেশের মানুষ এখন আর ভয়-ভীতি পায় না। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ কর্মসূচি প্রতিহত করার ক্ষমতা জনগণের রয়েছে।

তিনি আরও বলেন, গন্তব্যের পথে ছুটছে নির্বাচনের ট্রেন, রুখতে পারবে না কেউ। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, তবে এই নির্বাচনী যাত্রা থামানোর শক্তি কারোরই নেই। দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবার জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় আসবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তাই প্রতিটি পদক্ষেপ হতে হবে দায়িত্বশীল, সচেতন ও সাহসী। বিএনপি ক্ষমতায় এলে কেরানীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সরকারি ইস্পাহানী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুল হিসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন