শ্রমিকদল নেতার বসতঘরে আ.লীগ নেতার হামলা-ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ৩৬

বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ড করা জমিতে দুটি বসতঘর নির্মাণ করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মাণাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এসআই সোহেল হামলাকারীদের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবৎ তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ড জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামী লীগ নেতা মশিউর ও তার দোসররা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত