উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।
রোববার (১২ অক্টোবর) সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ড করা জমিতে দুটি বসতঘর নির্মাণ করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মাণাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এসআই সোহেল হামলাকারীদের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবৎ তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ড জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামী লীগ নেতা মশিউর ও তার দোসররা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
বরিশালের বাকেরগঞ্জে পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদারের নির্মাণাধীন বসতঘরে ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার হামলা ও ভাঙচুর করেছে।
রোববার (১২ অক্টোবর) সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক নাসির হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০২২ সালে তিনি মোস্তফা কামালের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয় করে গাছপালা রোপণ করে ভোগদখল করছেন। ওই একই খতিয়ানে ২০২২ সালে মুন্নি আক্তার ও লিপি আক্তার ৩.৫০ শতাংশ জমি বসির উদ্দিন সিকদারের নিকট থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখলে রয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ৯ অক্টোবর বৃহস্পতিবার তিনি ও মুন্নি আক্তার তাদের রেকর্ড করা জমিতে দুটি বসতঘর নির্মাণ করেন। এ ঘটনায় ফ্যাসিস্ট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিউর রহমান জোমাদ্দার ও তার ভাই দোসর পৌর জাতীয় পার্টির সভাপতি মাহফুজুর রহমান স্থানীয় বিএনপির এক নেতার সহায়তায় ভাড়াটে মাস্তান ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের সামনেই তাদের নির্মাণাধীন বসতঘরে হামলা ও ভাঙচুর করে। ওই সময় থানার এসআই সোহেল হামলাকারীদের নিবৃত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির হাওলাদার বলেন, বিগত ১৫-১৬ বছর যাবৎ তিনিসহ এলাকার অনেক মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ে তাদের ক্রয়কৃত সম্পত্তি দখল করতে পারেনি। সাম্প্রতিক সময় তিনি ও মুন্নি আক্তাররা তাদের রেকর্ড জমিতে ঘর তুলতে গেলে হামলার শিকার হন। এমনকি আওয়ামী লীগ নেতা মশিউর ও তার দোসররা তাকে জড়িয়ে অপপ্রচার চালায়। এসব ঘটনায় তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
বিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
১১ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ইউপি সদস্য বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি । এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটি মোড়ে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে একজন দগ্ধ হয়েছেন এবং পৌর মার্কেটের একটি দোকান পুড়ে ছাঁই হয়েছে। দগ্ধ ওই যুবকের নাম শাওন (২২)। তিনি পুড়ে যাওয়া শাহজালাল থাই অ্যালুমিনিয়াম দোকানের কর্মচারী।
২ ঘণ্টা আগে