উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুত বিচার আইনের একটি মামলায় কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মেনাজ মৃধা (৭৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেনাজ মৃধা কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মফিজ উদ্দিন মৃধার ছেলে। এজাহারে তার নাম না থাকলেও তাকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা–কর্মীরা কাঁঠালতলী থেকে সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা চালায়।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়। মামলার নম্বর ০৮।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘দ্রুত বিচার আইনের মামলায় মেনাজ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুত বিচার আইনের একটি মামলায় কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মেনাজ মৃধা (৭৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেনাজ মৃধা কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মফিজ উদ্দিন মৃধার ছেলে। এজাহারে তার নাম না থাকলেও তাকে মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা–কর্মীরা কাঁঠালতলী থেকে সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা চালায়।
সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জনকে আসামি করা হয়। মামলার নম্বর ০৮।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘দ্রুত বিচার আইনের মামলায় মেনাজ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
৮ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২১ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগে