জেলা প্রতিনিধি, ঝালকাঠি
শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে আমরা কর্মসূচি সাজিয়েছি। তাই আল্লাহর ইচ্ছায় এ বিজয় (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।
তিনি সোমবার সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এ বিজয় তখনই সার্থক হবে যখন আমরা শিক্ষার্থীদের দেয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করতে পারবো।
এর আগে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ইমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ইমানদার মনে হয় না। আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েকজন ভাইকে আহত করেছে। তাদের সাথে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।
জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।
শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে আমরা কর্মসূচি সাজিয়েছি। তাই আল্লাহর ইচ্ছায় এ বিজয় (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।
তিনি সোমবার সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে শিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এ বিজয় তখনই সার্থক হবে যখন আমরা শিক্ষার্থীদের দেয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করতে পারবো।
এর আগে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামের বা ইসলামী সংগঠনের বিরোধিতা চলে আসছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া। যারাই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তাদেরই বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তারা নিজেদের ইমানদার দাবি করলেও তাদের কার্যক্রমে ইমানদার মনে হয় না। আগে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা কোথাও বসতে পারিনি, দাঁড়াতে পারিনি। মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হয়েছে। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। এখন আরেক দল মসজিদে আমাদের কোরআনের তালিমেও হামলা করে কয়েকজন ভাইকে আহত করেছে। তাদের সাথে আমাদের লড়াইটা ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।
জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।
ফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেবিকেলে প্রায় ৩০–৪০ যুবক দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। হামলাকারীদের হাতে হকিস্টিক ও লাঠিসোঁটা ছিল। ভাঙচুর শেষে তারা ভবনটির তৃতীয় তলায় থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়।
৫ ঘণ্টা আগেসোহাগ হোসাইন বলেন, “গণ-অধিকার পরিষদ একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
৭ ঘণ্টা আগেবন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।
৭ ঘণ্টা আগে