বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৯: ২৬

পটুয়াখালীতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী দলীয় পদ-পরিচয় ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিলাল ভাট ও সাবেক ইউপি সদস্য রবীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে যোগ দেন এসব নেতাকর্মীরা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন নতুনদের স্বাগত জানান এবং তাদেরকে সাংগঠনিক কার্যক্রমে মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়া চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনও নতুনদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাহাঙ্গীর আলম তালুকদার, বাদল তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকে কেন্দ্র করে দলীয় কার্যালয় প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নতুন যোগদানকারীদের দায়িত্ব বণ্টন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত