রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫০ জন আহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২২: ৪৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু অংশে মাত্র দেড় কিলোমিটার এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার দুপুরে পৃথক সময়ে রামুর জোয়ারিয়ানালা মুরাপাড়া, গুচ্ছগ্রাম এবং রশিদনগর এলাকায় পৃথক তিনটি দুর্ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ৫০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হলেও তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রামু থানা পুলিশ।

হাইওয়ে থানার ওসি নাসির উদ্দিন বলেন, 'খবর পেয়েই তিনটি স্পটেই হাইওয়ে পুলিশের টিম পাঠানো হয়েছে। সঙ্গে স্থানীয়রা উদ্ধারে সহায়তা করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসগুলো মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত