বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনায় ফেনীর পৈত্রিক বাড়িতে খতমে কুরআন, মিলাদ ও দোয়ার মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বেগম জিয়ার পিত্রালয় জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর মজুমদার বাড়িতে এ আয়োজন করে স্থানীয় উপজেলা বিএনপি।
দোয়ায় অংশ নেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
এতে আরও অংশ নেন- ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন স্বপন ও সদস্য সচিব আবুল হোসেনসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

