উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
পরশুরামে বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইয়াছিন লিটন ও জাকির হোসেন মিল্লাত নিজ গ্রামে চিরনিদ্রায় সমাহিত হয়েছেন। একের পর এক ভারতীয় বিএসএফের হত্যাকাণ্ডের শিকার এ গ্রামের মানুষ। বাসপদুয়া গ্রামের মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
শনিবার(২৬ জুলাই) বিকাল ৪টায় পৌর এলাকার বাসপদুয়া গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ গ্রামে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে জানাজার নামাজ আদায় করেন গ্রামবাসী। লিটনের জানাজার নামাজ পড়ান গুথুমা চৌমুড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর আহমদ। মিল্লাতের জানাজার নামাজ পড়েন তার বড় ভাই হাফেজ নুরুননবী পারভেজ। জানাজার নামাজে তিন শতাধিক মানুষ অংশ নেন। এ সময় পরশুরাম মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গ্রামবাসীর উপস্থিতিতে নিহত লিটন ও মিল্লাতের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত লিটন ও মিল্লাতের শরীরে দু’টি করে গুলি লেগেছে। লিটনের বাবা মনির আহমেদ জানান, লিটন টমটম চালাতেন ও টিউবওয়েলের কাজ করতেন। তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তার। তাদের দেখবে এখন কে?
লিটন ও মিল্লাতের মৃত্যুতে সীমান্তবর্তী বাসপদুয়া গ্রামে নিরবতা বিরাজ করছে। ২০২২ সালের ১৩ নভেম্বর বাসপদুয়া সীমান্ত থেকে কৃষক মেজবাহারকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাকে গুলি করে হত্যার ১৭ দিন পর লাশ ফেরত দেয়। অজানা আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের ভার সইতে পারছে না মানুষ। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, তারা এভাবে মানুষ খুন করবে! এসব হত্যাকাণ্ডের বিচার কি হবে না?
নিহত মিল্লাত প্রবাসে যেতে পাসপোর্ট করেছেন। প্রবাসে যেতে পারেননি মিল্লাত। তার ভাই নুরননবী পারভেজ বলেন, ভাইকে হারিয়েছি। আমার ভাইয়ের নিথর দেহ দেখেছি। এভাবে আমার ভাইকে দেখতে হবে, কল্পনাতেও ভাবিনি। ভাই হারানোর এই কষ্ট–বেদনা কতটা ভারী, তা কীভাবে বোঝাব, বলুন?
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পৌর এলাকার বাসপদুয়া গ্রামের কৃষিজমিতে মাছ ধরতে গেলে বাংলাদেশিদের উপর গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে আহত হন ইউছুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত (২০), মনির আহমদের ছেলে মো. ইয়াছিন লিটন (৪৫) ও মৃত এয়ার আহমদের ছেলে মো. আফছার (৩০)। স্থানীয়রা আহত মিল্লাত ও মো. আফছারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালে মারা যান মিল্লাত। লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। ভারতের বিলোনিয়া হাসপাতালে তার মৃত্যু ঘটে। আফসার গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে মো ইয়াছিন লিটনের লাশ ফেরত দেয় বিএসএফ।
পরশুরামে বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ইয়াছিন লিটন ও জাকির হোসেন মিল্লাত নিজ গ্রামে চিরনিদ্রায় সমাহিত হয়েছেন। একের পর এক ভারতীয় বিএসএফের হত্যাকাণ্ডের শিকার এ গ্রামের মানুষ। বাসপদুয়া গ্রামের মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
শনিবার(২৬ জুলাই) বিকাল ৪টায় পৌর এলাকার বাসপদুয়া গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ গ্রামে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে জানাজার নামাজ আদায় করেন গ্রামবাসী। লিটনের জানাজার নামাজ পড়ান গুথুমা চৌমুড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মীর আহমদ। মিল্লাতের জানাজার নামাজ পড়েন তার বড় ভাই হাফেজ নুরুননবী পারভেজ। জানাজার নামাজে তিন শতাধিক মানুষ অংশ নেন। এ সময় পরশুরাম মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গ্রামবাসীর উপস্থিতিতে নিহত লিটন ও মিল্লাতের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত লিটন ও মিল্লাতের শরীরে দু’টি করে গুলি লেগেছে। লিটনের বাবা মনির আহমেদ জানান, লিটন টমটম চালাতেন ও টিউবওয়েলের কাজ করতেন। তিন মেয়ে ও এক ছেলে রয়েছে তার। তাদের দেখবে এখন কে?
লিটন ও মিল্লাতের মৃত্যুতে সীমান্তবর্তী বাসপদুয়া গ্রামে নিরবতা বিরাজ করছে। ২০২২ সালের ১৩ নভেম্বর বাসপদুয়া সীমান্ত থেকে কৃষক মেজবাহারকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাকে গুলি করে হত্যার ১৭ দিন পর লাশ ফেরত দেয়। অজানা আতঙ্কে রয়েছে গ্রামের মানুষ। সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের ভার সইতে পারছে না মানুষ। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, তারা এভাবে মানুষ খুন করবে! এসব হত্যাকাণ্ডের বিচার কি হবে না?
নিহত মিল্লাত প্রবাসে যেতে পাসপোর্ট করেছেন। প্রবাসে যেতে পারেননি মিল্লাত। তার ভাই নুরননবী পারভেজ বলেন, ভাইকে হারিয়েছি। আমার ভাইয়ের নিথর দেহ দেখেছি। এভাবে আমার ভাইকে দেখতে হবে, কল্পনাতেও ভাবিনি। ভাই হারানোর এই কষ্ট–বেদনা কতটা ভারী, তা কীভাবে বোঝাব, বলুন?
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পৌর এলাকার বাসপদুয়া গ্রামের কৃষিজমিতে মাছ ধরতে গেলে বাংলাদেশিদের উপর গুলি চালায় বিএসএফ। বিএসএফের গুলিতে আহত হন ইউছুফ মিয়ার ছেলে জাকির হোসেন মিল্লাত (২০), মনির আহমদের ছেলে মো. ইয়াছিন লিটন (৪৫) ও মৃত এয়ার আহমদের ছেলে মো. আফছার (৩০)। স্থানীয়রা আহত মিল্লাত ও মো. আফছারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফেনী জেনারেল হাসপাতালে মারা যান মিল্লাত। লিটনকে ধরে নিয়ে যায় বিএসএফ। ভারতের বিলোনিয়া হাসপাতালে তার মৃত্যু ঘটে। আফসার গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে মো ইয়াছিন লিটনের লাশ ফেরত দেয় বিএসএফ।
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২৫ মিনিট আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগে