তিতাস নদীতে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২১: ১২

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়। রোববার এদের একজনের লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেন।

শনিবার বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে উপজেলার শ্রীমদ্দি গ্রামের গাঙকূল বাড়ির ঘাট থেকে শিশু মারিয়া (১১) ও এর পাঁচশ গজ দূরবর্তী কান্ধা ঘাট থেকে আরেক শিশু মাহবুব (৯) নিখোঁজ হয়। ঈদের ছুটিতে মাহবুব তার নানার বাড়ি ও মারিয়া আক্তার তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

বিজ্ঞাপন

শিশু দু'টি নিখোঁজের পর থেকেই তাদের আত্মীয়স্বজন, প্রতিবেশী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও শনিবার শিশু দুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এর একদিন পর চরের গাঁও সংলগ্ন তিতাস নদীতে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠে। পরে উদ্ধারকর্মীরা লাশটি তুলে আনেন। মাহবুব নরসিংদী জেলার রায়পুর উপজেলার বিল্লাল মিয়ার ছেলে। অপরদিকে রোববার বিকেল পর্যন্ত শিশু মারিয়া আক্তারের খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের ইনচার্জ দিদারুল আলম জানান, 'শনিবার থেকেই আমরা নিখোঁজ দুই শিশুকে আমাদের ডুবুরিদের সহায়তায় খুঁজছি। এর মধ্যে রোববার সকালে শিশু মাহবুবের লাশটি ভেসে উঠলে তাকে উদ্ধার করেছি। কিন্তু আরেকটি শিশু মারিয়ার কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি। এখনও তাকে উদ্ধারে নদীর তলদেশ পর্যন্ত অভিযান অব্যাহত রেখেছি।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল বলেন, নদীতে নিখোঁজ শিশু মাহবুবের লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে আরেক নিখোঁজ শিশু মারিয়া আক্তারের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনও উদ্ধার অভিযানে রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত