আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

চট্টগ্রাম ব্যুরো

তারেক রহমানের জনসভার ১৮টি মাইক ও ৫ কয়েল তার চুরি

চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি জনসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়েছে।

রোববার সকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক। এর আগে শনিবার রাতে নগরীর পলোগ্রাউন্ড মাঠের আশেপাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন।

সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটল।

রোববার বিকালে চুরির বিষয়টি জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জানা যায়, চুরির ঘটনায় রোববার সকালে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক। তিনি আরও জানান, জনসভায় ২০০ টি মাইক লাগানো হয়। এর মধ্যে ১৮টি মাইক ৫ কয়েল তার চুরি হয়ে যায়।

শনিবার রাতে আমরা সবগুলো মাইক বিভিন্ন স্থানে লাগিয়ে চলে যায়। মাইকগুলো পাহারায় ২ জন লোক নিয়োগ করা হয়েছিল। রোববার সকালে জনসভা শুরুর আগে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন