সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৪: ০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

শনিবার ওই এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসময় ছিন্নমূলের গহীন পাহাড়ে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। ওই কারখানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একইসাথে ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সদস্যদের নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান আমার দেশকে জানান, চারজন সন্ত্রাসীকে ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকা থেকে উদ্ধার করা অস্ত্রসহ আনা হয়েছে। সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। আসামিদের নাম, পরিচয় ও বিস্তারিত ঘটনা আমরা বিস্তারিত পরে জানাতে পারব।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত