আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৩০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২ পাচারকারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

১৩০০ বস্তা সিমেন্ট, বাংলাদেশি পণ্যসহ আটক ২২ পাচারকারী

মিয়ানমারে পাচারকালে ১৩০০ বস্তা সিমেন্ট ও বিপুল বাংলাদেশি পণ্যসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ওই সময় পাচারকাজে ব্যবহৃত দুটি মাছধরার ট্রলারও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে সমুদ্র এলাকায় বিশেষ এই অভিযান চালায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, অভিযানকালিন ওই এলাকায় সন্দেহজনক দুইটি মাছধরার ট্রলারে তল্লাশি চালিয়ে এসব বাংলাদেশি পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের জন্য বহন করা হয়েছিল।

সূত্রমতে, প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১৩০০ বস্তা সিমেন্ট ও ৭ হাজার ২০০ প্যাকেট মশার কয়েল উদ্ধার করা হয়। ওই সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুই ট্রলার থেকে ২২ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...