আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবদুল হাকিম হত্যা মামলায় আটক ৪

চট্টগ্রাম ব্যুরো
আবদুল হাকিম হত্যা মামলায় আটক ৪

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় আবদুল হাকিমকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, মদুনাঘাটে আবদুল হাকিম হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা যাচাই চলছে।’

তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তবে বুধবার হাটহাজারী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

মঙ্গলবার বিকেলে মদুনাঘাট এলাকায় নিজ গাড়িতে থাকা অবস্থায় আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গাড়ির সামনের উইন্ডশিল্ডে অন্তত তিনটি গুলির চিহ্ন। চালকের পাশে বসা ছিলেন হাকিম, তার পাশের জানালাতেও গুলির দাগ রয়েছে।

আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। ওই এলাকায় তার মালিকানাধীন ‘হামিম এগ্রো’ নামে একটি গরুর খামার রয়েছে।

রাজনৈতিক মহলে তিনি আলোচিত ছিলেন রাউজানের বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে। সাম্প্রতিক গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে তাকে বিভিন্ন সভা-সমাবেশে দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন