ছাত্রদের পড়ার টেবিলে ফেরার তাগিদ, প্রশংসায় ভাসছেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৩: ১১
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৩: ১৩

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন ছদ্মবেশে সোমবার রাত সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর দৃষ্টিগোচর হয়, শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়ার টেবিলে না বসে বাহিরে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে এবং ধূমপান করছে।

বিজ্ঞাপন

উদ্বেগের বিষয় হলো, শিক্ষার্থীদের সাথে অনেক অছাত্রকে আড্ডা দিতে দেখা যায়, যারা বিভিন্ন অপরাধে জড়িত থাকতে পারে। এ সময় ইউএনও শিক্ষার্থীদের সতর্ক করে তৎক্ষণাৎ বাসায় গিয়ে পড়তে বসার জন্য নির্দেশ দেন। রাত আটটার পর কেউ যাতে পড়া রেখে বাহিরে অহেতুক ঘোরাফেরা বা আড্ডা না দেয়, সে বিষয়ে কড়া বার্তা দেন তিনি।

ভবিষ্যতে রাত আটটার পর কোনো শিক্ষার্থীকে আড্ডা বা অহেতুক ঘোরাফেরা করা অবস্থায় পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব দোকানে বসে আড্ডা দিবে সেই দোকানিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

ইউএনও চৌদ্দগ্রাম ফেসবুক আইডি থেকে এমন তথ্য পোস্ট করলে নেটিজেনরা প্রশংসা করেন। ইতোমধ্যে ওই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। একজন লিখেন, ‘শিক্ষকরা শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করানোর ফলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো শিক্ষার্থীরা ডিভাইস (স্মার্টফোন) ব্যবহার করে ভার্চুয়াল জগতে সারাক্ষণ সংযুক্ত থাকছে। এতে পড়ার টেবিলে বসা তো দূরের কথা, এদের মধ্যে অনেকে পাঠ্যবইয়ের কন্টেন্টটাও পড়েনি। ইউএনও মহোদয়ের প্রতি যথাযথ শ্রদ্ধা ও ভালোবাসা রইল।’

ইউএনও মো. জামাল হোসেন অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার সন্তানের খবর রাখুন, সন্ধ্যার পর পড়ার টেবিলে বসা নিশ্চিত করুন এবং কার বা কাদের সাথে মেলামেশা করছে সে বিষয়ে অধিকতর সংবেদনশীল আচরণ করুন।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত