ফরিদগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৯: ৪২

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ।

শুক্রবার ও শনিবার (৪ ও ৫ জুলাই) উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা সোহেল খানের পরিচালনায় লায়ন হারুনুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের আর স্থান হবে না। গত পনেরটি বছর এদেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাকসহ নৈরাজ্যের স্বর্গ তৈরি করেছে ফ্যাসিস্ট হাসিনা।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা, নাছির উদ্দিন পাটওয়ারী, মাহফুজুর রহমান টিপু, ইকবাল হোসেন পাটওয়ারী হারুনুর রশিদ পাঠান, টুটুল পাটওয়ারী ও পেয়ার আহম্মদসহ ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত