সীতাকুণ্ডে হিন্দুদের নির্যাতনের গুজব

ভারতীয় বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২১: ১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিন্দুদের নির্যাতন নিয়ে ভারতীয় চ্যানেলে গুজব ছড়াচ্ছে।

রোববার সকাল ১১টার দিকে রিপাবলিক বাংলা চ্যানেল ‘ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের সীতাকুণ্ড’ শিরোনামে খবর পোস্ট করে। এতে সীতাকুণ্ড ও সাতক্ষীরায় ব্যাপক হিন্দু নির্যাতন করা হচ্ছে বলে দাবি করে গুজব ছড়ানো হয়৷ এতে বলা হয় একের পর এক বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে৷ সীতাকুণ্ড হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিচিত৷ কিন্তু সেখানেও হিন্দুরা আক্রান্ত হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার ৯ আগস্ট বিজয় দেবনাথ নামে এক হিন্দু যুবক তার ফেসবুক আইডি ব্লগার আসাদ নূরকে সত্যবাদী নির্ভীক সৈনিক হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান৷ একইসাথে ওই পোস্টে বিজয় একটি সিগারেট টানার ছবি যুক্ত করেন। আরবি অক্ষরের সেই সিগারেটটি টানছিলেন আসাদ নূর। ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষমূলক পোস্টকে ঘিরে ছাত্রজনতা শনিবার রাতে বিক্ষোভ করেছে।এদিকে এ বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে ভারতীয় বিতর্কিত চ্যানেল রিপাবলিক বাংলা৷

অপরদিকে খোঁজ নিয়ে যায়, পৌরসদররে বিজয় দেবনাথ নামে এক যুবক তার ফেসবুকে গতকাল একটি পোস্ট করেন৷ ওই পোস্টে তিনি বাংলাদেশের সমালোচিত ও ইসলাম ধর্মের অবমাননার মামলার আসামি ব্লগার আসাদ নূরকে ‘সত্যবাদী নির্ভীক সৈনিক’ হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান৷ একইসাথে ওই পোস্টে বিজয় একটি সিগারেট টানার ছবি যুক্ত করেন। আরবি অক্ষর লেখা সেই সিগারেটি টানছিলেন আসাদ নূর।

আর এই পোস্ট ছড়িয়ে পড়লে ছাত্রজনতা ক্ষোভে ফুঁসে ওঠে। তাদের ভাষ্য, ‘মুসলমানদের আবেগ অনুভূতির কেন্দ্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স:) এর অবমাননাকারী ব্লগার আসাদ নূরকে কিভাবে বিজয় দেবনাথ সমর্থন করল৷ এর মাধ্যমে সেও রসুলের অবমাননা করল। আমরা কোন ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশে জায়গা দেব না৷ রাসূলের অপমান আমরা সইব না৷ বিজয় সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হেনেছে।’

তারা আরো জানান, যেখানে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও কোনো হিন্দুর গায়ে হাত তোলা দূরে থাক বরং জামায়াত শিবির ও বিএনপির নেতারা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছেন। সেখানে তার এই উসকানিমূলক পোস্ট নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা।

জানা যায়, এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রজনতা বিজয়কে আটক করে সীতাকুণ্ড থানায় পুলিশের হাতে সোপর্দ করেছে৷ তার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মামলা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও ইসকনের সাথে তার যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

সীতাকুণ্ড জুলাই অভ্যুত্থানের একজন যোদ্ধা আসাদুজ্জামান আসাদ, আমার দেশকে বলেন, বিজয় দেবনাথ আমাদের নবীকে অবমাননাকারী ব্লগার আসাদ নূরের সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটি শেয়ার করার সময় বিজয় দেবনাথ বিতর্কিত ব্লগার আসাদ নূরকে তার জন্মদিনে শুভেচ্ছা জানান। তিনি আসাদ নূর কলেমা লেখা একটি সিগারেট খাওয়ার ছবিও তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে সম্প্রীতি নষ্ট ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষুব্ধ ছাত্রজনতা তাকে আটক করে থানা পুলিশের হাতের সোপর্দ করেছে।

সীতাকুণ্ড শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য জানান, সীতাকুণ্ড হিন্দু অধ্যুষিত এলাকা হলেও ৫ আগস্টের পর থেকে এখানে কোনো হিন্দুর ওপর অত্যাচার নির্যাতন করা হয়নি। ভারতীয় একটি গণমাধ্যমে প্রচার করা সীতাকুণ্ডে হিন্দুদের বাড়ি ঘরে হামলা ও নির্যাতনের ঘটনা সত্য নয়।

সীতাকুণ্ড থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক আমার দেশকে বলেন, আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সম্প্রীতির সাথে মিলেমিশে বসবাস করছি। ভারতীয় চ্যানেলের পোস্ট সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন৷ এর আগেও এই চ্যানেল বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে৷ দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করে আসছে এই চ্যানেলের বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন৷ বাস্তবে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন রয়েছে৷

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান আমার দেশকে বলেন, এলাকার ছাত্র জনতা বিজয় দেবনাথ নামে এক যুবককে পুলিশের সোপর্দ করেছে। এই বিজয়ের অনাথ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উত্তেজনামূলক পোস্ট দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত