চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ প্রকাশ বার্মা সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাত ১০টায় রাজধানীর গুলশান এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল তাকে হেফাজতে নেয়। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার সকালে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, ঢাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সাইফুলের পরিবারের অভিযোগ সাইফুল ঢাকায় পায়ের চিকিৎসার জন্য গেলে কিছু লোক এসে হঠাৎ করে তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই বর্তমানে৷ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় তৎকালীন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কথিত বন্দুকযুদ্ধে তিনি একটি পা হারিয়ে চিরতরে পঙ্গু।
এ বিষয়ে সাইফুলের ভাই ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা মো. শাহীন অভিযোগ করে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কেউই আটকের বিষয়টি স্বীকার করেননি। এমনকি তাদের পরিবারের কাউকে মুনসুরাবাদ ডিবি কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ কোন মামলায়, কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাও জানায়নি পুলিশ।
উল্লেখ্য, ২০২১ সালের জুনে বায়েজিদ বোস্তামী থানার তৎকালীন ওসি কামরুজ্জামান মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফকে সোর্স দিয়ে ডেকে তুলে নিয়ে যান। পরে নগরের বায়েজিদের লিংক রোড় পাহাড়ে বন্দুকযুদ্ধ হয়েছে বলে দাবি করে পুলিশ৷ হাসপাতালে নেওয়া হলে সাইফুলের বাম পা কেটে ফেলা হয়৷ এরপর বিএনপি'র পক্ষ থেকে তাকে কৃত্রিম পা স্থাপনে সহযোগিতা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


দলে ফেরার সুযোগ পেলেন পুলিশের গুলিতে পা হারানো ছাত্রদল নেতা সাইফ