ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম–ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আইনজীবী এস এম কামাল উদ্দিন। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা নির্বাচনি হলফনামা পর্যালোচনায় তার আয় ও সম্পদের বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, এস এম কামাল উদ্দিন বর্তমানে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৫০২ টাকার সম্পদের মালিক। তিনি বছরে আয় করেন ১৬ লাখ ৬২ হাজার ১৯৪ টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার পরিবারের সকল সদস্য তার ওপর নির্ভরশীল এবং তাদের কোনো স্বতন্ত্র আয় নেই।
হলফনামায় দেওয়া তথ্যে দেখা যায়, তার মোট সম্পদের মধ্যে অস্থাবর সম্পদের মূল্য ৫৭ লাখ ৩ হাজার ৩৫৭ টাকা এবং স্থাবর সম্পদের মূল্য ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা।
আয়ের উৎস হিসেবে তিনি বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে বছরে ১ লাখ ৮৪ হাজার ৬৫৮ টাকা আয় দেখিয়েছেন। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ টাকা এবং আইন পেশা থেকে বছরে ১৩ লাখ ২৮ হাজার ১৪৫ টাকা আয় উল্লেখ করেছেন।
অস্থাবর সম্পদের হিসাবে তার নগদ অর্থ রয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ২৩ লাখ ২৪৩ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র ও শেয়ার রয়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৩২ টাকার। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতসহ বিনিয়োগ দেখানো হয়েছে ২৫ লাখ ২০ হাজার ৮১৯ টাকা। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেলসহ যানবাহনের অধিগ্রহণকালীন মূল্য ১০ লাখ টাকা। স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে ২ লাখ ৫৬ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রসহ অন্যান্য সম্পদের মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা।
স্থাবর সম্পদের মধ্যে তার কৃষিজমির মূল্য ২ লাখ টাকা এবং অকৃষিজমির মূল্য ১৩ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫১ লাখ ৮৫ হাজার ১৪৫ টাকা মূল্যের দুটি বাড়ি ও অ্যাপার্টমেন্ট থাকার তথ্য রয়েছে।
হলফনামা অনুযায়ী, এস এম কামাল উদ্দিন বছরে আয়কর প্রদান করেছেন ১ লাখ ৬৪ হাজার ৪৩৯ টাকা। তার নামে কোনো একক বা যৌথ ঋণ, ঋণখেলাপি কিংবা দেনা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
মামলার তথ্যে দেখা যায়, তিনি মোট পাঁচটি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন। এর মধ্যে চারটি মামলায় খালাস এবং একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
এস এম কামাল উদ্দিন পেশায় একজন আইনজীবী। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রিধারী। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার করইয়া কালিকাপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী এবং মাতার নাম মোসা: দেলওয়ারা বেগম। তার স্ত্রী সাহিদা আক্তার একজন গৃহিণী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

