দেড়মাসেও হত্যা মামলার আসামিরা অধরা, ধৃতরা জামিনে বেরিয়ে দিচ্ছে হুমকি​​

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯: ০২
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৯: ০৪

হত্যার মূলহোতারা দেড়মাসেও গ্রেফতার হয়নি উপরন্তু গ্রেফতার দু’আসামি জামিনে বেরিয়ে মামলার বাদিকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আসামিদের গ্রেপ্তারের দাবিতে এক সংবাদ সম্মেলন নিহতের ভাই শাহাদাৎ হাছান মুরাদ এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলম চৌধুরী, নিহতের ছোট ভাই শওকত হাছান মঞ্জু, মো. কুসুম চৌধুরী, সিএএম করিম মঞ্জু প্রমুখ।​

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি রিয়াদ (সৌদি আরব) শাখার রাঙ্গুনিয়া ফোরামের সিনিয়র সহ-সভাপতি সেকান্দর হাছান মামুন সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রামের বাড়িতে ছুটিতে এসেছিলেন। তুচ্ছ ঘটনায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে ওই প্রবাসীকে। গত দেড় মাস আগে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পর এই পর্যন্ত দু’জন আসামি গ্রেপ্তার হলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার দুই আসামি জামিনে বের হয়ে মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।​

​​

সংবাদ সম্মেলনে শাহাদাৎ হাছান মুরাদ বলেন, ‘মামলার প্রধান আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় এসে আমাকে মামলা তুলে না নিলে আমিসহ পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকি ঘটনায় গত ১০ জানুয়ারি রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’​

তিনি জানান, আমার ভাইকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। গত ২ ডিসেম্বর রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহর ছেলে মো. ওসমান গণিকে (২৮) ও গত ১৫ ডিসেম্বর সরফভাটা ইউনিয়নের সিপাহীপাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে মো. পারভেজ (৩০)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হত্যা মামলার ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে থেকে অপহরণ ও কুপিয়ে হত্যা করে সৌদি আরব প্রবাসী সেকান্দর হাছান মামুনকে। ৩ ডিসেম্বর রাতে নিহতের ভাই শাহাদাৎ হাছান মুরাদ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়। নিহত মামুন উপজেলার সরফভাটা ইউনিয়নের মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে। তিনি নিহত হওয়ার এক মাস আগে দেশে এসেছিলেন। জাতীয়তাবাদী দল সৌদি আরব বিএনপি রিয়াদ শাখার রাঙ্গুনিয়া ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও সরফভাটা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সহ-সভাপতি ছিলেন।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত