আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে: আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো

পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে: আমির খসরু
ফাইল ছবি

পোস্টাল ব্যালটকে ঘিরে সৃষ্ট বিতর্ক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আমির খসরু বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দ্রুত সমাধান প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

গত দুই দশকে দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতে চায় না। তারা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ভোট প্রত্যাশা করে। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা নির্বাচন কমিশনকেই দিতে হবে। এখনো সময় আছে, কমিশন চাইলে এর কার্যকর প্রতিকার করতে পারে।

এ সময় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ ও নির্বিঘ্ন রাখার বিষয়েও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...