আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ দিনে ২৪ মনোনয়নপত্র বিক্রি কুমিল্লায়

জেলা প্রতিনিধি, কুমিল্লা

৪ দিনে ২৪ মনোনয়নপত্র বিক্রি কুমিল্লায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলার ১১টি আসনে ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। রোববার থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে, তবে এখনো কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।

বিজ্ঞাপন

অন্য ১০টি আসনে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সর্বাধিক ১২টি মনোনয়ন সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতটি, এনসিপির একটি, বাংলাদেশ কংগ্রেস একটি এবং স্বতন্ত্র হিসেবে তিনটি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়ের তথ্য মতে কুমিল্লা- ১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার বিকল্প হিসেবে খন্দকার মারুফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন মনিরুজ্জামান বাহলুল।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে তিতাস উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-০৩ (মুরাদনগর) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খোরশেদ আলম।

কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন জন, তারা হলেন- মঞ্জুরুল আহসান মুন্সী, এফএম তারেক মুন্সী, আবদুল আউয়াল খান। এ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাইফুল ইসলাম শহিদ।

কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোবারক হোসাইন দুইটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ।

কুমিল্লা-০৬ (সদর-সদর দক্ষিণ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং এনসিপি মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ। কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মাওলানা মোশাররফ হোসেন।

কুমিল্লা-০৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই জন, তারা হলেন- জামায়াতে ইসলামীর শফিকুল আলম হেলাল ও স্বতন্ত্র পদে মফিজ উদ্দিন।

কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সাতটি, এর মধ্যে বিএনপি থেকে যে পাঁচটি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এর মধ্যে বিএনপি প্রার্থী আবুল কালাম (২টি), সামিরা আজিম দোলা, ইয়াসির মো. ফয়সাল আশিক (২টি) রয়েছেন। এছাড়া জামায়াত প্রার্থী সৈয়দ একেএম সারোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কুমিল্লা- ১০ (নাঙ্গলকোট-লালমাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি প্রার্থী আবদুল গফুর ভুইয়া।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, দুই জন সম্ভাব্য প্রার্থী নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে আবেদন করেছে, আমরা বলেছি- নির্বাচন কমিশন যেভাবে বলবে আমরা সেভাবেই ব্যবস্থা নিব। আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলছি এবং তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।

তিনি আরো বলেন, কুমিল্লার ১৭ উপজেলায় ১১টি আসন। এখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন