শ্রীনগরে আড়িয়ল বিল এলাকার বিভিন্ন পয়েন্টে দৈনিক ২-৩ লাখ টাকার শাপলা বিক্রি হচ্ছে। এসব শাপলা রাজধানীর বিভিন্ন সবজির পাইকারির হাটবাজারে যাচ্ছে। ছোট ছোট ডিঙ্গি কোষা নৌকা নিয়ে বিস্তীর্ণ আড়িয়ল বিল থেকে অসংখ্য শাপলা সংগ্রহ করে আনছেন স্থানীয়রা। এসব শাপলা বিক্রি করে স্থানীয়রা হাজার হাজার টাকা আয় করছেন। পাইকারিভাবে প্রতি আঁটি শাপলা ৪ টাকা দরে কেনাবেচা হচ্ছে। একেকজন দৈনিক ২০০-২৫০ আটি শাপলা বিক্রি করছেন পাইকারের কাছে।
সংশ্লিষ্ট পাইকাররা প্রতিদিন অড়িয়ল বিল এলাকা থেকে গড়ে অন্তত ১০-১২ ট্রাক শাপলা রাজধানীতে নিয়ে বিক্রি করছেন। বিল পাড়ের প্রায় ৩ শতাধিক মানুষ শাপলা বিক্রি করে সংসারের খরচ জোগান দিচ্ছেন।
আড়িয়ল বিল এলাকার শ্রীনগর অংশে শ্যামসিদ্ধির গাদিঘাট, হাঁসাড়ার আলমপুর, লস্করপুর, বাড়ৈখালীর শ্রীধরপুর, মদনখালীসহ বেশ কিছু স্থান ঘুরে দেখা গেছে, সড়কের পাশে নোঙর করা সারি সারি শাপলাভর্তি নৌকা। এসব শাপলা বিক্রির জন্য আটি বাঁধা হচ্ছে। লক্ষ করা গেছে, ১৫-২০টি শাপলায় আটি বাঁধা হচ্ছে। তারা বলেন, বর্ষা মৌসুমে এলাকায় তেমন কৃষি কাজ থাকেনা। বাড়তি আয়ের জন্য গভীর রাতে নৌকা নিয়ে শাপলার খোঁজে আড়িয়ল বিলে বেরিয়ে পড়েন অনেকে। সূর্য ওঠার আগ-মুহূর্তে শাপলা কুড়ানোর কাজ করেন। পরে এসব শাপলা ধুয়ে পরিষ্কারের পর আটি বেঁধে বিক্রি করেন। গড়ে প্রতিদিন একেকজন হাজার টাকার শাপলা বিক্রি করতে পারছেন।
জানা গেছে, গাদিঘাট এলাকায় অন্তত শতাধিক মানুষ শাপলা বিক্রি করছেন। ওই এলাকার জয়নাল ব্যাপারী, মো. সামছুলসহ কয়েকজন বলেন, গাদিঘাটে ৪টি গ্রুপে ভাগ হয়ে প্রায় শতাধিক ব্যক্তি শাপলা কুড়াচ্ছেন। তার দলে ৩০ জন আছেন। পাইকারিভাবে শাপলার ছোট আঁটি ৪ টাকা ও বড় আটি ১৫ টাকায় বিক্রি করছেন। শাপলা বিক্রির অর্থ হিসাবের জন্য একজনকে সরকারের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সবার হিসাব রেখে টাকা পরিশোধ করেন।
সরকার বিয়াজুল ইসলাম বলেন, গাদিঘাটেই প্রতিদিন লাখ টাকার শাপলা কেনাবেচা হচ্ছে। তিন দিন পর পর পাইকাররা শাপলার টাকা পরিশোধ করেন।
পাইকার রফিকুল ইসলাম ও আয়নাল হক বলেন, দেশব্যাপী শাপলা সবজি হিসেবে বেশ জনপ্রিয়। রাজধানীর কারওয়ান বাজার, শ্যামবাজার, যাত্রবাড়ী, সাভারসহ বিভিন্ন পাইকারি সবজির বাজারে শাপলা বিক্রি করছেন। বিনা পুঁজিতে শুধু শ্রম খাটিয়ে আড়িয়ল বিলের শাপলা কুড়িয়ে অর্থ আয় করতে পারছেন স্থানীয়রা। বর্ষার পানি নামার আগ পর্যন্ত শাপলার ব্যবসা করবেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

