জনতার হাতে আটক কুবি ছাত্রলীগ নেতা

এম হাসান, কুমিল্লা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫২

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে উত্তেজিত ছাত্র জনতা আটক করে পুলিশে হস্তান্তর করে।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে থেকে পুলিশ তাকে উদ্ধার করে বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

বিজ্ঞাপন

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় গতবছর ১৮ আগস্ট তার নামে একটি মামলা হয়েছিল। এছাড়াও কুমিল্লা কোতয়ালী থানায় মাসুমের নামে হত্যা রয়েছে বলে জানান কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২৪ নম্বর সালমানপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড জাগুরজুলি বিশ্বরোড আলেখারচর বিশ্বরোড এলাকায় ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার উপর হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলাকারী হিসেবে চিহ্নিত। তার নামে কুমিল্লায় কয়েকটি মামলা রয়েছে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এলএলবি পরীক্ষা দেওয়ার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে আসার পর ছাত্র জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুমকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, মাসুম এজাহার নামীয় কয়েকটি মামলার আসামি । প্রাথমিক চিকিৎসা শেষে আমাদের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএস

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত