সাংবাদিকদের চট্টগ্রাম পুলিশ সুপার

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সাথে সলিমপুরের সন্ত্রাসীদের যোগাযোগ আছে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১৭: ২৩

পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরের সন্ত্রাসীদের যোগাযোগ আছে। এ কারণে তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর গহীন পাহাড়ি এলাকা। সেখানে সহজে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তাছাড়া এখানকার সন্ত্রাসীদের সাথে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের সাথে একটা যোগাযোগ আছে। দুর্ধর্ষ সব সন্ত্রাসী সেখানে থাকে। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকার ভারী অস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করেছে। কিন্তু জঙ্গল সলিমপুর ও আলীনগরে অভিযান চালাতে হলে ভারী অস্ত্র ব্যবহার করতে হবে। এমনকি হেলিকপ্টারেরও প্রয়োজন হতে পারে। বিষযটি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোও হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট জেলা পুলিশের ২৩২টি অস্ত্র লুট হয়েছে উদ্ধার হয়েছে ২০০টি। বাকি অস্ত্রগুলো জঙ্গল সলিমপুর ও আলীনগরে আছে বলে আমাদের আশঙ্কা।

পুলিশ সুপার আরও জানান, তবে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের গ্রেপ্তারে অন্য প্লানে কাজ চলছে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।

এর আগে চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্ক নেতৃবৃন্দ পুলিশ সুপারের কাছে জঙ্গল সলিমপুরে গত রোববার দুপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্মারকলিপি দেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত