নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে প্রশংসায় ভাসছেন স্কুলছাত্রী

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৩: ৫৪

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বাল্যবিয়ে দেয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। কিন্তু ওই ছাত্রী পরিবারের এ সিদ্ধান্তে বেঁকে বসে। কিছুতেই সে এখন বিয়ে করবে না। পরে অবস্থা বেগতিক দেখে শরণাপন্ন হলেন নিজ স্কুলের। চিঠি লিখলেন প্রধান শিক্ষক বরাবর। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের।

বিজ্ঞাপন

‎জানা গেছে, অভিযোগকারী কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসী আব্দুর রশিদ। জন্মনিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১৮ জুন ২০১২ইং।

চিঠিতে ছাত্রী রুহি আক্তার লিখেন, “আমি সবেমাত্র ৭ম শ্রেণিতে পড়ি। আমার রোল নং ৮। আমি পড়ালেখা করে পরিবারের পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। আমাকে ইচ্ছের বিরুদ্ধে বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করছে।” রুহি যাতে বাল্যবিয়ের শিকার না হন, এ জন্য তিনি স্কুলের প্রধান শিক্ষকের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুহি আক্তারকে এফিডেভিটের মাধ্যমে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করছিল তার পরিবার। বুধবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

এদিকে বাল্যবিয়ে বন্ধ করার লিখিত আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পংকজ শর্মা জানান, আমি বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছি।

‎পরে উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির হস্তক্ষেপে তার বাল্যবিয়ে ভন্ডুল করা হয়েছে। মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার ব্যাপারে অভিভাবককে সতর্ক করা হয়েছে। ওই ছাত্রীর বিষয়টি উপজেলা প্রশাসন নজরে রাখবে বলে জানানো হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ওই শিক্ষার্থীর সাহসী পদক্ষেপের জন্য তাকে অনেক ধন্যবাদ। সে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আমরা তার পাশে আছি।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত