আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও তিনজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫২
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫২

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই মামলায় আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার ভোররাতে বিশেষ অভিযানে উপজেলার চরচাড়িপাড়া, দক্ষিণ পেন্নাই ও হাট চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন—চরচাড়িপাড়া গ্রামের মৃত ওয়াসেক ব্যাপারীর ছেলে মো. মনির হোসেন (৫৫), দক্ষিণ পেন্নাই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (৩৮) ও হাট চান্দিনা গ্রামের মৃত রুসমত আলীর ছেলে মো. জুয়েল (৪৬)।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ধীতপুর এলাকায় আওয়ামী লীগের ব্যানার হাতে বেশ কিছু নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পদধারী এসব নেতাকর্মী সরকারবিরোধী মিছিল ও স্লোগান দিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করেন। তারা সরকারের প্রতি জনমনে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টি করেন।

ওই ঘটনায় দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গ করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত কারও ছাড় নেই। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত