কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২১: ৪৩

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী।

মঙ্গলবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক মো. কামাল হোসেন নগরীর কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার মো. আ. রবের ছেলে। এই সময় তার কাছ থেকে ১৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জেল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কামাল হোসেন নামের ওই দর্শনার্থী কারাগারে থাকা এক আসামির সাথে দেখা করতে আসেন। এসময় দু’কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করে। এই সময় ১৩ গ্রাম গাঁজা পায় তার কাছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানায়, কামাল হোসেন নামে এক দর্শনার্থীর কাছে ১৩ গ্রাম গাঁজা পাওয়ার পর মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা এবং আর্থিক জরিমানা করে তাকে কারাগারে পাঠানোর হয়েছে।

এমএস

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত