আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাগরে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলে

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
সাগরে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ জেলে

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ছৌয়াংখালী পিসিং খাট এলাকা সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিখোঁজ মো. হোছন (২৫) ছৌয়াংখালী এলাকার আব্দু মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল বেলায় সাগরে মাছ ধরার উদ্দেশে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে নামেন হোছনসহ আরও কয়েকজন। এসময় হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শামিম জানান, সকালে হোছনসহ কয়েকজন জেলে একটি মাছ ধরার নৌকা নিয়ে সাগরে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড় ঢেউয়ের ধাক্কায় হোছন নৌকা থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সবাই তাকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু স্রোতের কারণে তা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে আশপাশে তল্লাশি চালানো হলেও এখনো হোছনের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় জেলেরা হোছনের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষের জেরে ঢাকায় মানববন্ধন

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ টি পদ সৃজনের সিদ্ধান্ত

এলাকার খবর
খুঁজুন