আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের চকবাজারে তেলিপট্টির বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চকবাজারে তেলিপট্টির বহুতল ভবনে আগুন

চট্টগ্রামের চকবাজারের তেলিপট্টি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন