উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মাছ ও সবজির দাম। মাছের দাম গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০টাকা। ৮০টাকার নিচে মিলছে না কোন সবজি।
বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার, সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এছাড়া বাজারে প্রচুর পরিমাণ ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।
বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর ছড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাঁকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর ছড়া ১০০, শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য। এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।
ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।
মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারি আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মাছ ও সবজির দাম। মাছের দাম গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০টাকা। ৮০টাকার নিচে মিলছে না কোন সবজি।
বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার, সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এছাড়া বাজারে প্রচুর পরিমাণ ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।
বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর ছড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাঁকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর ছড়া ১০০, শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য। এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।
ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।
মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারি আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।
ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১০ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ ঘণ্টা আগে