কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা, সবজির দামও চড়া

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ০১

লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মাছ ও সবজির দাম। মাছের দাম গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০টাকা। ৮০টাকার নিচে মিলছে না কোন সবজি।

বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার, সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিজ্ঞাপন

এছাড়া বাজারে প্রচুর পরিমাণ ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।

বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর ছড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০, চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাঁকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর ছড়া ১০০, শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য। এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।

ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারণে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।

মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারি আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত