রামুতে পাঁচদিন ধরে জুলাই যোদ্ধা নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬: ২৪

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়া পালং এলাকার ফয়েজ উল্লার পুত্র, জুলাই যোদ্ধা মুজিবুর রহমান (২০) পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত ১৯ মে মরিচ্যা থেকে টেকনাফ যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়। আত্মীয়স্বজনের বাড়ি এবং এদিক-সেদিক খুঁজে তার কোনো হদিস মেলেনি। তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, তিনি উখিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, ২৪-এর গণঅভ্যুত্থানের সময় রাজপথের একজন সম্মুখযোদ্ধা ছিলেন এবং ৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

তার পিতা ফয়েজ উল্লাহ বলেন, পাঁচদিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পরও আমার ছেলের সন্ধান পাওয়া যায়নি, তার মায়ের আহাজারি থামানো যাচ্ছে না। গত ২২ মে রামু থানায় জিডি করেছি। আমার ছেলের খোঁজ পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত