মেয়ের বাসা থেকে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন মা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১: ৩৯
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১: ৪০

মেয়েকে ফেনীর বাসায় পৌঁছে দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়ি ফেরা হলোনা মা শাহেদা বেগমের (৫২)। তিনি মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন। নিহত শাহিদা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের কাজী বাড়ির কাজী মকবুল আহমেদের স্ত্রী।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায়। সোমবার সকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, রোববার বিকালে শাহিদা বেগম তার মেয়ে সালমা আক্তারকে ফেনী শহরে ভাড়া বাসায় পৌঁছে দিয়ে সাথে থাকা ভাগ্নে রুবাইয়াকে নিয়ে মদিনা বাসে বাড়ি ফিরছিলেন। পথে তারা চিওড়ায় নামতে চেয়েছিলেন। কিন্তু মদিনা বাস চিওড়ায় না থামিয়ে সামনের স্টপেজ আমজাদের বাজার পশ্চিম পাশে নামিয়ে দেয়। পরে ভাগ্নে রুবাইয়া মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে চলে আসে। তখন ফুফু শাহেদা বেগমকে অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরিচয় পাওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত