আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত আন্ত বিশ্ববিদ্যালয় প্রজেক্ট শোকেস-২৫ সম্পন্ন হয়েছে। এই প্রদর্শনীতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রযুক্তি–নির্ভর প্রকল্প উপস্থাপন করেন। আয়োজকরা জানান, দিনব্যাপী এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, নতুন উদ্ভাবনী ধারণা এবং গবেষণামুখী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে।
বুধবার সন্ধ্যায় আইআইইউসি জনসংযোগ শাখা জানায়, এবারের আয়োজনে পাঁচটি প্রতিষ্ঠানের ৪২টি দল অংশগ্রহণ করে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, এলওটি, এআই, রোবট্রিক্স, রিনিউয়েল এনার্জিসহ একাধিক সাব–থিমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। বিচারকরা ইনোভেশন, প্রযুক্তিগত প্রয়োগযোগ্যতা, সমস্যা সমাধান দক্ষতা ও উপস্থাপনা এই চারটি দিক বিবেচনা করে দলগুলোর মূল্যায়ন করেন।
ইভেন্টের কনভেনর এসোসিয়েট প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আবদুল গফুর বলেন, শিক্ষার্থীরা যুগের সাথে তাল মিলিয়ে যে উদ্ভাবনী দক্ষতা প্রদর্শন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইটিই বিভাগের চেয়ারম্যান মো. ইব্রাহিম রুপম, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে মিডিয়া পার্টনার হিসেবে অংশ নেয় দৈনিক আমার দেশ এবং দৈনিক নয়া দিগন্ত।

