হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫৫
আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৬: ১৯

হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। কয়েকশ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
জানা গেছে, তাই পো জেলার আটটি টাওয়ার ব্লকের মধ্যে সাতটিতে আগুন লাগে। এর মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বাকিগুলোর আগুন শিগগিরই পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ওয়াং ফুক কোর্টের বাসিন্দা প্রায় চার হাজার ৬০০ জন। তবে, আগুন লাগার সময় কতজন ভেতরে ছিলেন তা স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com