রামুতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১০: ৩২

কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার রাত ৯টায় রামু থানার ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. তায়রীফুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন মো. কামাল (৩০), পিতা- মৃত নুরুন নবী, সাং- উত্তর শ্রীকুল, ৫নং ওয়ার্ড ও নুরুল হুদা (৩২), পিতা- নুরুল ইসলাম, সাং- পূর্ব মেরংলোয়া, ৬নং ওয়ার্ড, ফতেখাঁরকুল ইউনিয়ন।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান রামু থানার পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত