ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসি বদলি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৫: ১১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে রদবদল হয়েছে। রোববার রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

এরমধ্যে সদর কোর্টে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। ডিএসবিতে বদলি করা হয়েছে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাককে।

অপরদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলমকে আশুগঞ্জ থানায়, জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীকে। নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত