উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ স্বামীকে নিয়ে দুঃসহ জীবনযাপন করা নাজমা বেগম নামের এক গৃহবধূ আদালতের জরিমানা পরিশোধ করতে না পেরে নিজের সাড়ে চার বছরের সন্তানকে বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির বাসিন্দা নাজমা বেগমের স্বামী নাজমুল হুদা বয়সজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এরই মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে গত বছরের সেপ্টেম্বরে দেবর মো. হানিফ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
থানার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ভূঁইয়া অভিযোগটি প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করলে, ৩০ সেপ্টেম্বর আদালত স্বামী-স্ত্রীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে উভয়কে ৭ দিনের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন।
রায়ের পর আদালত থেকে জানানো হয়, ৭ অক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নাজমা বেগম ও তার স্বামীকে জেল খাটতে হবে। কিন্তু অর্থের অভাবে এবং আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর সহযোগিতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন নাজমা।
চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী অসুস্থ, আমি অসহায়। জরিমানার টাকা জোগাড় করতে না পারলে আমাদের জেলে যেতে হবে। আমার ছোট সন্তান নাইমুল হুদার ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ ভয়ে আছি। তাই বাঁচার স্বার্থেই আমি ছেলেকে দত্তক বা বিক্রি করে হলেও টাকা জোগাড় করতে চাই।’
মানবিক এই আবেদন ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে অসুস্থ স্বামীকে নিয়ে দুঃসহ জীবনযাপন করা নাজমা বেগম নামের এক গৃহবধূ আদালতের জরিমানা পরিশোধ করতে না পেরে নিজের সাড়ে চার বছরের সন্তানকে বিক্রি করার ঘোষণা দিয়েছেন।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির বাসিন্দা নাজমা বেগমের স্বামী নাজমুল হুদা বয়সজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এরই মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে গত বছরের সেপ্টেম্বরে দেবর মো. হানিফ তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
থানার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান ভূঁইয়া অভিযোগটি প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করলে, ৩০ সেপ্টেম্বর আদালত স্বামী-স্ত্রীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে উভয়কে ৭ দিনের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দেন।
রায়ের পর আদালত থেকে জানানো হয়, ৭ অক্টোবরের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে নাজমা বেগম ও তার স্বামীকে জেল খাটতে হবে। কিন্তু অর্থের অভাবে এবং আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীর সহযোগিতা না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন নাজমা।
চোখে পানি নিয়ে তিনি বলেন, ‘আমার স্বামী অসুস্থ, আমি অসহায়। জরিমানার টাকা জোগাড় করতে না পারলে আমাদের জেলে যেতে হবে। আমার ছোট সন্তান নাইমুল হুদার ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ ভয়ে আছি। তাই বাঁচার স্বার্থেই আমি ছেলেকে দত্তক বা বিক্রি করে হলেও টাকা জোগাড় করতে চাই।’
মানবিক এই আবেদন ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৭ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
১৮ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটার অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ইউপি সদস্য বজলুর রহমান শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি । এ ঘটনার ২ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগে