কক্সবাজারে ৩ শতাধিক হত্যাকান্ডের জবাব চাওয়া হবে: শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৮: ৩০

গত ১৭ বছরে কক্সবাজারসহ টেকনাফে তিন শতাধিক মানুষকে অর্থের বিনিময়ে গুলি করে হত্যা করা হয়েছে। এত বড় অন্যায়ের পরেও স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও সংসদ সদস্যরা কেন নীরব ছিলেন? যদি নিহতরা দোষীও হতেন, তাহলে আইনি প্রক্রিয়ায় বিচার হতো। আমি আল্লাহর কাছে দোয়া করি, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৫ জুলাই) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখার নতুন ভোটারদের মতবিনিময় সভায় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি চারবারের এমপি হিসেবে কখনো কারও উপর জুলুম করিনি,যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। ২৬ বছর বয়সে চেয়ারম্যান থাকাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। সে সময় আমি তাকে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিই, যা শুনে তিনি মুচকি হেসেছিলেন।

শাহজাহান চৌধুরী জিয়াউর রহমানকে একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে বর্ণনা করেন। একটি উদাহরণ টেনে তিনি বলেন যে, জিয়াউর রহমান ঢাকার সাভারে ২৪ হাজার টাকার একটি প্লট নিয়েছিলেন এবং ৪ হাজার টাকা জমা দেওয়ার পর বাকি ২০ হাজার টাকা না থাকায় সেই প্লটটি বাতিল করেন। সুতরাং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী কেউ অন্যায়-অত্যাচার করতে পারে না।

সাবেক হুইপ আরো বলেন, ইয়াবা ব্যবসার টাকার স্থায়িত্ব বেশিদিন থাকে না। সংসদ সদস্য থাকাকালীন সীমান্ত এলাকায় বৈধ ব্যবসার যে সুযোগ আমি সৃষ্টি করে ছিলাম, জনকল্যানে তা পূনরায় চালু করার প্রতিশ্রুতি দিচ্ছি। বৈধ ব্যবসার পথ উম্মুক্ত হলে স্বাভাবিকভাবেই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।

তিনি তরুণ-তরুনীদের উদ্দেশ্য করে বলেন, উখিয়া-টেকনাফের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। কারণ সীমান্ত এলাকায় আমাদের বসবাস। যেন দেশের স্বার্থে সেনা, বিজিবি ও পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তরুণরাও কাজ করতে পারে। তাহলে উখিয়া-টেকনাফের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং দুই উপজেলায় দুইটি মিনি স্টেডিয়াম করা হবে আস্বস্ত করেন৷

হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা উত্তর শাখা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় বিপুলসংখ্যক তরুণ-তরুণী ভোটার, সাংবাদিক ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত