আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুকুরে ভাসছিল পাহারাদারের লাশ, গলায় আঘাতের চিহ্ন

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

পুকুরে ভাসছিল পাহারাদারের লাশ, গলায় আঘাতের চিহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ভাসমান অবস্থায় আক্কাছ আলী নামে এক ফিশ হ্যাচারির পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আক্কাছ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ রতনপুর গ্রামের সুর মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

ধরখার ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সকালে পুকুরে আক্কাসের লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায় জখম রয়েছে।

তিনি বলেন, পুকুরে মাছ চুরি করতে এসে পাহারাদার বুঝে ফেলায় তাকে হত্যা করে পানিতে ফেলে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...