লাল বেনারসিতে বধূ সাজা হলো না রিমঝিমের!

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯: ৩২
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯: ৩৫
নিহত রিমঝিম

বিশ দিন পরেই রামুর রিমঝিমের ধুমধাম করে বিয়ে হতো চট্টগ্রামের সানি বড়ুয়ার সঙ্গে। পছন্দের মানুষটাকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে চট্টগ্রাম যাচ্ছিলেন রিমঝিম। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেলো তার জীবন প্রদীপ। অপমৃত্যু হলো তার স্বপ্নগুলোর।

বিজ্ঞাপন

মে মাসের ১৬ তারিখ দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের এনগেজমেন্ট হয়। আগামী ৬ জুলাই দিন ধার্য করে স্বজনদের মাঝে দুই পরিবার বিয়ের কার্ডও বিতরণ শুরু করেছিল। কিন্তু সব আয়োজন এক নিমিষেই শেষ হয়ে গেলো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্নায় পরিণত হলো।

সোমবার সকালে পূরবী পরিবহনে চট্টগ্রামে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের বিপজ্জনক জেটির রাস্তার মাথায় কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সাথে তাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলে রিমঝিম বড়ুয়াসহ তিনজনের মৃত্যু হয়।

রিমঝিমের হবু স্বামী সানি বড়ুয়া পটিয়া উপজেলার ভান্ডারগাঁও এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। এদিকে রিমঝিমের চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। সানি এক ফেসবুক স্ট্যাটাসে তার মনের আকুতি তুলে ধরেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি প্রশস্তকরণে উদ্যোগ নিলেও এখনো কাজ শুরু হয়নি। তাই সরু এই সড়কে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে। অনিরাপদ এই সড়ক এখন এক মরণফাঁদ। এলাকাবাসীর প্রশ্ন- এই সড়কের মৃত্যুর মিছিল থামবে কবে?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত