চকোরিয়ায় স্ত্রীকে খুন করে পালানোর সময় স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১২: ২১

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় গৃহবধূ উম্মে হাফসা তুহিকে ছরিকাঘাতে হত্যা করেছে স্বামী শওকত হাসান মেহেদী (২২)। হত্যার পর পালানোর সময় তাকে আটক করেছে লামা থানা পুলিশ।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের ৮ ঘণ্টার মাথায় শুক্রবার রাত ৮টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া হয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজম উল্লাহ পাড়ার আবুল কাসেমের ছেলে।

সূত্র জানায়, চকরিয়া উপজেলায় বিয়ের ৮ মাসের মাথায় ১৭ জানুয়ারি শওকত হাসান মেহেদী স্ত্রী উম্মে হাফসা তুহিকে ছুরিকাঘাতে খুন করে।

এ সময় শাশুড়ি পারভীন আক্তারও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্ত্রীকে খুনের পরপরই মেহেদীর ছবিসহ সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তখন বিষয়টি লামা থানা পুলিশের চোখে পড়ে। খুনের পর মেহেদী কাঁঠালছড়ার ত্রিপুরাপাড়া হয়ে গহিন পাহাড়ে পালানোর চেষ্টা করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টায় কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে কাঠালছাড়ার ত্রিপুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়। পরে তাকে লামা থানায় সোপর্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. শাহাদাৎ

হোসেন বলেন, মেহেদীকে রাতেই চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত