চৌদ্দগ্রামে দুস্থ-প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও টিউবওয়েল বিতরণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২৭

কুমিল্লার চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী এবং টিউবওয়েল বিতরণ করেছে মাওলানা আব্দুর রশিদ সমাজকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার বাতিসা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের উপস্থিতিতে এই সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল ও লবণ। বিতরণ অনুষ্ঠানে ১০টি পরিবারের মাঝে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাওলানা মহিব উল্লাহ, মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী সদস্য এনায়েত উল্লাহ মাসুম, চৌদ্দগ্রাম উপজেলার সমাজসেবা কর্মকর্তা সাহিদুর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমদ উল্যাহ, সংস্থার অফিস ইনচার্জ বেলাল হোসেন শাকিল ও সহ-সভাপতি ইয়াছিন ভূইয়া ।

উল্লেখ্য, মাওলানা আব্দুর রশিদ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা মহিব উল্লাহর নেতৃত্বে ২০১৭ সাল থেকে দেশব্যাপী টিউবওয়েল, অজুখানা ও গভীর নলকূপ স্থাপন, স্বাবলম্বীকরণ, সেলাই মেশিন, মসজিদ নির্মাণ, হুইলচেয়ার, ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, বৃত্তি প্রদান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, জরুরি ত্রাণ, রমজান, কোরবানিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত