দেশের মানুষ ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত: আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন ঠেকানোর যেকোনো চেষ্টা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার শামিল।

বিজ্ঞাপন

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগর বিএনপি আয়োজিত র‌্যালী-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‘কেউ বিজয়ী হতে পারবে না বলে যদি নির্বাচন বন্ধ করতে চায়, তবে তা দেশের মানুষের সাংবিধানিক অধিকার হরণ করা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং মানুষ প্রস্তুত।’

তিনি আরো বলেন, বিএনপির প্রধান কাজ হলো দেশে গণতন্ত্র ও জনগণের মালিকানা ফিরিয়ে আনা। এরপর অর্থনীতি শক্তিশালী করা, মানুষের জীবনমান উন্নয়ন, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা, দক্ষ কর্মজীবী তৈরিতে বিনিয়োগসহ ব্যাংকিং ও শেয়ারবাজার সংস্কারে কাজ করবে দল। এরই মধ্যে তারেক রহমান বিএনপির উন্নয়ন রূপরেখা ঠিক করেছেন।

খসরু বলেন, ‘দেশে এখন ধানের শীষের জোয়ার। এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না। বিএনপি দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও উন্নয়ন দর্শনের কারণেই।’

সমাবেশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালী নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত