রামগঞ্জে বালু বিক্রি নিয়ে সংঘর্ষ-গুলি, আতঙ্কে গ্রামবাসী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯: ৫২
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯: ৫২

লক্ষ্মীপুরের রামগঞ্জে বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, আমতলী গ্রামের ইমরান হোসেন স্থানীয় এক ব্যক্তির কাছে তার জমির বালু বিক্রি করে। কিন্তু ওই বালু নিশান ওরফে পিচ্চি নিশান তার কাছে বিক্রি করার জন্য বলে। ইমরান পিচ্চি নিশানের কাছে বালু বিক্রি করতে রাজি না হওয়ায় একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পিচ্চি নিশান ও তার লোকজন অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে স্থানীয়রা চারদিকে ছোটাছুটি শুরু করেন।

সংঘর্ষ চলাকালে স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। দ্রুত এসব অস্ত্রধারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত