আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে ৬ ইউপিডিএফ(ডি) সদস্য আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে ৬ ইউপিডিএফ(ডি) সদস্য আটক

বান্দরবানে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (ডি) ‘র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার আটকদের বান্দরবান পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন রিপন চাকমা, বীর কুমার ত্রিপুরা, ওয়াসি মারমা, অজিত চাকমা, সুখেন চাকমা, অনিয়ম চাকমা। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বান্দরবানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় ছয়জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিকের ছয়-সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন