আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দীপচরতী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম মাহমুদুল হক ওরফে কালা মাদু। তিনি মো. হোসেনের ছেলে এবং দীপচরতী এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়া থানার মামলা নং ১১(৬)০২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড, জিআর সাজা নং–১১১/০২–এর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, মাদু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানা পুলিশের ওসি মঞ্জুরুল হক জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...