আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সাথে বৈঠক

মনোনয়ন প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মনোনয়ন প্রত্যাহার করলেন কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা–৬ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজি আমিনুর রশীদ ইয়াছিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব আসনে আপনাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দল আশা করে, আপনি কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব আসনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৫, ৬, ৮, ৯,১০ ও ১১ আসনে দলীয় নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

দুপুরে তারেক রহমানের সঙ্গে হাজি আমিনুর রশীদ ইয়াছিনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব এবং স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনের সমন্বয়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা।

আপনার বলিষ্ঠ নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ছয়টি আসনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে এই প্রত্যাশা করি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। কুমিল্লার তৃণমূল রাজনীতির প্রাণপুরুষ, গণমানুষের নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি নির্বাচনি আসনের নির্বাচন পরিচালনায় সমন্বয়ক মনোনীত করে আপনি তৃণমূলের ত্যাগী কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শন করেছেন। আপনার এই সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত কুমিল্লায় 'ধানের শীষ'-এর বিজয়কে সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন