শটগান ও রামদাসহ যুবলীগ নেতা আজিম আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২: ৪০

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি এলজি (শটগান) ও একটি রামদাসহ যুবলীগ নেতা আজিমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখলা গ্রাম থেকে যুবলীগ নেতা আজিমকে আটক করা হয়। এ সময় তার খাটের নিচ থেকে একটি দেশীয় এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরেফিন সালেহিন বলেন, আজিমকে আসামি করে থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত