তিন দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ২০: ৫৫

তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে এইচএসসি শিক্ষার্থীরা। এতে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার দুপুর একটায় নগরীর বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটায় পুলিশ এসে তালা খুলে দিয়েছে। এ ঘটনায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দাবি মানার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, উত্তরা ট্র্যাজেডির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরীক্ষার এক-দু’ঘণ্টা আগে ঘোষণা হওয়ায় তিন দফা দাবি দেয় শিক্ষার্থীরা। তারা পরীক্ষার হলে না গিয়ে ঢাকার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং স্থগিত বিষয়ে অটোপাসের দাবি জানান।

এদিন সকাল দশটার দিকে একদল শিক্ষার্থী বোর্ডে এসে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে তাদের সঙ্গে আরো শিক্ষার্থী যোগ দেয়। এক পর্যায়ে তারা দুপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এভাবে বিকাল তিনটা পর্যন্ত তালাবদ্ধ থাকে। পরে বিকাল তিনটার পর পাঁচলাইশ থানার একটি টিম গিয়ে সেই তালা খুলে দেন। এর আগে কয়েকজন কর্মকর্তা সীমানা প্রাচীর টপকে বের হতে চাইলে তাদের বাধার মুখে পড়তে হয়।

জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী শিহাব উদ্দিন আমার দেশকে জানান, আমরা তিন দফা দাবিতে আন্দোলন করি। এক পর্যায়ে বোর্ডে তালা লাগিয়ে দিই। পরে ঢাকায় আমাদের দাবি মেনে নেওয়ার খবরে আমরা সরে আসি। এখন ছাত্রলীগের একটি অংশ আমাদের বেশে আন্দোলন চালাচ্ছে। ছাত্রলীগ তাদের পেজেও আমাদের আন্দোলন নিয়ে গুজব ছড়িয়ে বলছে, আমরা নাকি হাসিনাকে ফেরাতে আন্দোলন করছি। আমরা কিন্তু চলে এসেছি। বিষয়টি সেনাবাহিনী দেখছেন।

বিষয়টি জানতে পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সুলাইমানকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জানান, আন্দোলনকারীদের বলেছি পরীক্ষা স্থগিতের বিষয়টি আমাদের হাতে নেই। এরপর তারা তালা লাগিয়ে দেয়। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত