চট্টগ্রাম ব্যুরো
তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে এইচএসসি শিক্ষার্থীরা। এতে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুর একটায় নগরীর বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটায় পুলিশ এসে তালা খুলে দিয়েছে। এ ঘটনায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দাবি মানার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে বলে জানা গেছে।
জানা যায়, উত্তরা ট্র্যাজেডির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরীক্ষার এক-দু’ঘণ্টা আগে ঘোষণা হওয়ায় তিন দফা দাবি দেয় শিক্ষার্থীরা। তারা পরীক্ষার হলে না গিয়ে ঢাকার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং স্থগিত বিষয়ে অটোপাসের দাবি জানান।
এদিন সকাল দশটার দিকে একদল শিক্ষার্থী বোর্ডে এসে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে তাদের সঙ্গে আরো শিক্ষার্থী যোগ দেয়। এক পর্যায়ে তারা দুপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এভাবে বিকাল তিনটা পর্যন্ত তালাবদ্ধ থাকে। পরে বিকাল তিনটার পর পাঁচলাইশ থানার একটি টিম গিয়ে সেই তালা খুলে দেন। এর আগে কয়েকজন কর্মকর্তা সীমানা প্রাচীর টপকে বের হতে চাইলে তাদের বাধার মুখে পড়তে হয়।
জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী শিহাব উদ্দিন আমার দেশকে জানান, আমরা তিন দফা দাবিতে আন্দোলন করি। এক পর্যায়ে বোর্ডে তালা লাগিয়ে দিই। পরে ঢাকায় আমাদের দাবি মেনে নেওয়ার খবরে আমরা সরে আসি। এখন ছাত্রলীগের একটি অংশ আমাদের বেশে আন্দোলন চালাচ্ছে। ছাত্রলীগ তাদের পেজেও আমাদের আন্দোলন নিয়ে গুজব ছড়িয়ে বলছে, আমরা নাকি হাসিনাকে ফেরাতে আন্দোলন করছি। আমরা কিন্তু চলে এসেছি। বিষয়টি সেনাবাহিনী দেখছেন।
বিষয়টি জানতে পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সুলাইমানকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জানান, আন্দোলনকারীদের বলেছি পরীক্ষা স্থগিতের বিষয়টি আমাদের হাতে নেই। এরপর তারা তালা লাগিয়ে দেয়। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
তিন দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে এইচএসসি শিক্ষার্থীরা। এতে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুর একটায় নগরীর বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটায় পুলিশ এসে তালা খুলে দিয়েছে। এ ঘটনায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দাবি মানার আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে বলে জানা গেছে।
জানা যায়, উত্তরা ট্র্যাজেডির কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরীক্ষার এক-দু’ঘণ্টা আগে ঘোষণা হওয়ায় তিন দফা দাবি দেয় শিক্ষার্থীরা। তারা পরীক্ষার হলে না গিয়ে ঢাকার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগ এবং স্থগিত বিষয়ে অটোপাসের দাবি জানান।
এদিন সকাল দশটার দিকে একদল শিক্ষার্থী বোর্ডে এসে বিক্ষোভ শুরু করে। ধীরে ধীরে তাদের সঙ্গে আরো শিক্ষার্থী যোগ দেয়। এক পর্যায়ে তারা দুপুরে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এভাবে বিকাল তিনটা পর্যন্ত তালাবদ্ধ থাকে। পরে বিকাল তিনটার পর পাঁচলাইশ থানার একটি টিম গিয়ে সেই তালা খুলে দেন। এর আগে কয়েকজন কর্মকর্তা সীমানা প্রাচীর টপকে বের হতে চাইলে তাদের বাধার মুখে পড়তে হয়।
জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থী শিহাব উদ্দিন আমার দেশকে জানান, আমরা তিন দফা দাবিতে আন্দোলন করি। এক পর্যায়ে বোর্ডে তালা লাগিয়ে দিই। পরে ঢাকায় আমাদের দাবি মেনে নেওয়ার খবরে আমরা সরে আসি। এখন ছাত্রলীগের একটি অংশ আমাদের বেশে আন্দোলন চালাচ্ছে। ছাত্রলীগ তাদের পেজেও আমাদের আন্দোলন নিয়ে গুজব ছড়িয়ে বলছে, আমরা নাকি হাসিনাকে ফেরাতে আন্দোলন করছি। আমরা কিন্তু চলে এসেছি। বিষয়টি সেনাবাহিনী দেখছেন।
বিষয়টি জানতে পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সুলাইমানকে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন জানান, আন্দোলনকারীদের বলেছি পরীক্ষা স্থগিতের বিষয়টি আমাদের হাতে নেই। এরপর তারা তালা লাগিয়ে দেয়। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে